
২০১৮ সালের এসএসসি পরীক্ষা চলাকালে গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা পরীক্ষা কেন্দ্রে অবহেলার অভিযোগে তিন শিক্ষকের এমপিও বন্ধের উদ্দেশ্যে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৮ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষা চলাকালে গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা পরীক্ষা কেন্দ্র কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনে অবহেলা করেছেন ৩ শিক্ষক। দায়িত্বে অবহেলায় তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চিঠিতে আরো বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা করায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী তাদের বেতনভাতার সরকারি অংশ (এমপিও) স্থগিত করে, কেন তাদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর জন্য অধিদপ্তরকে বলা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত ওই তিন শিক্ষক হলেন- গাজীপুর শ্রীপুর উপজেলার বারতোপা আফসার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক খন্দকার মো. ইব্রাহিম, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের বাংলার সহকারী শিক্ষক খায়রুল আলম সবুজ এবং একই বিদ্যালয়ের বিজ্ঞানের সহকারী শিক্ষক সোহাগ আল মামুন।